ক্রীড়া ডেস্ক: শুরুটা ভালো করেছিল আফগানিস্তান। তবে পরে তাদের চেপে ধরেন বিসিবি একাদশের বোলাররা। ফলে ইনিংসটা খুব একটা বড় হয়নি রশিদ খানদের। ৯৯ ওভার খেলে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা।
একমাত্র টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন আফগানরা। ৮৮.১ ওভারে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে প্রথম দিন শেষ করেন তারা। দ্বিতীয় দিন সকালে আর ১১ ওভারের মতো খেলে ব্যাটিং ছেড়ে দেন সফরকারীরা।
আগের দিন টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা শুভ করেন ইহসানউল্লাহ আর ইব্রাহিম জাদরান। স্বাগতিকদের ভোগাতে থাকেন দুই ওপেনার। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। ইহসানউল্লাহ ৬২ ও ইব্রাহিম ৫২ রান করার পর দলের অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল ১৩২ রানের।
পরে কিছুটা বিপদে পড়ে আফগানিস্তান। পার্টটাইমার আল আমিনের অফস্পিন ভেলকিতে ধুঁকতে থাকেন পরের ব্যাটসম্যানরা। একে একে চার ব্যাটসম্যানকে তুলে নেন তিনি। ফলে দারুণ শুরুর পর ১৮৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে কাবুলিওয়ালাদের দল। পরে মোহাম্মদ নবী ৩৩ ও আফসার জাজাইয়ের অপরাজিত ৩৫ ব্যাটে চড়ে বিপদ কাটিয়ে ওঠেন তারা।
বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল আমিন জুনিয়র। পার্টটাইম এ অফস্পিনার ৫১ রানে নিয়েছেন ৪ উইকেট। ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন সুমন খান।
Leave a Reply