লোকালয় ডেস্কঃ নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিবহন শ্রমিক কর্তৃক তাকে অবাঞ্চিত ঘোষণা প্রসঙ্গে বলেছেন, কেউ আমাকে প্রতিপক্ষ মনে করলেও আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না। সবাইকে মিত্র ভাবী, বন্ধু ভাবী। আমি মনে করি সকলের সম্মিলিত উদ্যোগে সড়ককে নিরাপদ করা সম্ভব।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তি ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা আলোচনা করে সমাধান সম্ভব। প্রতিহিংসে দিয়ে নয়। কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে মহান আল্লাহকে স্বরণ করি সব সময়। কারো রক্তচক্ষুকে ভয় করি না। ২৫ বছরে আমার ওপর অনেক ঝড় এসেছে। কিন্তু থেমে যায়নি। থামব না কখনো।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, টেকনোহেভেন গ্রুপের পরিচালক আমিনুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply