সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
২০ বছরের অাগে মা হচ্ছে ৩১ ভাগ তরুণী

২০ বছরের অাগে মা হচ্ছে ৩১ ভাগ তরুণী

২০ বছরের অাগে মা হচ্ছে ৩১ ভাগ তরুণী
২০ বছরের অাগে মা হচ্ছে ৩১ ভাগ তরুণী

লোকালয় ডেস্কঃ বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভের তথ্য অনুযায়ী দেশের ৩১ ভাগ তরুণী ২০ বছর বয়সের অাগেই মা হচ্ছেন। আর তরুণীদের মধ্যে ৫১.০২ ভাগ গর্ভধারণ প্রতিরোধে পদ্ধতি গ্রহণ করেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা বিষয়ে তৃতীয় জাতীয় যুব সমাবেশে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দু’দিনব্যাপী এই সম্মেলনের অায়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরাক বাংলাদেশ

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অর্জনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (মেডিক্যাল শিক্ষা এবং পরিবার পরিকল্পনা) জিএম সালেহ উদ্দিন। তিনি বলেন, ‌‘অামরা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে শিশুদের যুক্ত করেছি, যুব সমাজকে যুক্ত করেছি। অামাদের স্বাস্থ্যখাতের অনেক অর্জন, যুব সমাজের দায়িত্ব এ অর্জন ধরে রাখা।’

তিনি বলেন, ‘অামরা তরুণদের শুধু পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতন করে সীমাবদ্ধ করে রাখতে চাই না। অামরা অাগামীর বাংলাদেশ সর্ম্পকে তরুণদের সচেতন করে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘তরুণদের মাদকের বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ মাদকের সঙ্গে এইচঅাইভির সম্পর্ক রয়েছে। এই দেশের যুব সমাজ যদি ধূমপান ও মাদকে অাসক্ত হয়, তাহলে তারা দেশ বিনির্মাণ করতে পারবে না।’

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক একেএম নুরুননবী, নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তা অ্যানি ভেস্তজেন্স, ইউএনএফপিএ টেকনিক্যাল অফিসার ড. অাবু সাঈদ এম হাসান, সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত প্রমুখ।

দু’দিনব্যাপী এ সম্মেলনে বেশ কয়েকটি সেশনে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক ইস্যুতে অালোচনায় অংশ নিচ্ছেন তরুণরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com