সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
১৫০ কিমি হাঁটা শুরু করলেন রাউজানের এমপি

১৫০ কিমি হাঁটা শুরু করলেন রাউজানের এমপি

১৫০ কিমি হাঁটা শুরু করলেন রাউজানের এমপি
১৫০ কিমি হাঁটা শুরু করলেন রাউজানের এমপি

লোকালয় ডেস্কঃ ‘প্রাণের টানে পায়ে হেঁটে রাউজানের ঘরে ঘরে’ যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।  সোমবার (১৬ এপ্রিল) সকাল সোয়া নয়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গহিরা ইউনিয়ন থেকে চার দিনে ১৫০ কিলোমিটার হাঁটার ব্যতিক্রমী এ কর্মসূচি শুরু করেন তিনি।  এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নারীসহ নানা বয়সী হাজারো নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

হালদাপারের সাত্তারঘাট এলাকায় পায়ে হাঁটা কর্মসূচি শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন এবিএম ফজলে করিম চৌধুরী।  তিনি কর্মসূচির লক্ষ্যগুলো তুলে ধরেন এবং পিংক-গ্রিন-ক্লিন রাউজান গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তুলে ধরেন আধুনিক রাউজান গড়ে তুলতে তার কিছু স্বপ্নের কথাও।

এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য এমএ ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি নিরুপম দাশগুপ্তসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জনপ্রতিনিধির পায়ে হেঁটে রাউজান ভ্রমণের এ কর্মসূচিকে ঘিরে সাজ সাজ রব উঠেছে পুরো উপজেলায়। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রুটম্যাপ অনুযায়ী সড়ক ও আশপাশের এলাকা সাজছে গোলাপি (পিংক) রঙে।  কর্মসূচির জন্য তালিকাভুক্ত কর্মীদের গায়ে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়ের ছবিযুক্ত গোলাপি রঙের বিশেষ কটি (পোশাক)।  গলায় ঝুলছে কার্ড। মাথায় একই রঙের ক্যাপ।

শ্যামল কুমার পালিত জানান, গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার সংসদ সদস্যকে স্বাগত জানান। ইউনিয়নটিতে ১২৫টি তোরণ নির্মাণ করা হয়েছে স্বাগত জানিয়ে। রোড ম্যাপ অনুযায়ী প্রতিটি ইউনিয়নে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এর মধ্যে শিশু-কিশোর, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নারীদেরও দেখা গেছে। অনেকে নিজের গাছের ডাব, ফলমূল, শরবত, পানি নিয়ে অপেক্ষা করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তৃ্ষ্ণা মেটাতে। প্রবীণদের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময় আর চাওয়া-পাওয়া নিয়ে কথা বলেন সংসদ সদস্য। এ সময় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নগুলো তুলে ধরছেন।

হেঁটে রাউজান ঘুরে দেখা কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ২৪৩ কিলোমিটার আয়তনের একটি সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এতগুলো বছরে এলাকায় যে উন্নয়ন করেছি তা দেখা। মানুষ আর কী কী চায় এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা। আমার ইচ্ছে আছে ডোর-টু-ডোর যাওয়া। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান সরকারের আমলের যে উন্নয়ন সেগুলো তুলে ধরা। পাশাপাশি সরকারি উন্নয়নকাজ সঠিকভাবে হয়েছে কিনা সেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com