সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
হেলিকপ্টার দূর্ঘটনায় আহত ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

হেলিকপ্টার দূর্ঘটনায় আহত ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

হেলিকপ্টার দূর্ঘটনায় আহত ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
হেলিকপ্টার দূর্ঘটনায় আহত ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

লোকালয় ডেস্কঃ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরকে উন্নত চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক ও কথাসাহিত্যিক আমীরুল ইসলাম।

বর্তমানে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ফরিদুর রেজা সাগর। হাসপাতালে আজ শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপে আমীরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর) হাড়ে সমস্যা হয়েছে। পারিপার্শ্বিক কিছু জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষা–নিরীক্ষা দরকার মনে করছেন এখানকার চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তাই পরিবারের সবার ইচ্ছে ও চিকিৎসকদের পরামর্শে এসব জটিলতা পুরোপুরিভাবে সারিয়ে তুলতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হবে।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে অবস্থিত আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘স্বর্ণকিশোরী ফাউন্ডেশন’ আয়োজিত শিশুদের একটি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ফরিদুর রেজা সাগর ও নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা। সেই অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টার দিকে এস২-এএইচডব্লিউ হেলিকপ্টারে করে গোদাগাড়ী যান ফরিদুর রেজা সাগর ও সংগীতশিল্পী ফেরদৌস আরা।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার জন্য ফরিদুর রেজা সাগরসহ ছয়জন গোদাগাড়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়েন। হেলিকপ্টারের পাইলটের বরাত দিয়ে তিনি বলেন, উড্ডয়নের পর হেলিকপ্টারটি প্রায় ৬০ ফুট ওপরে উঠেছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ হেলিকপ্টারটি নির্মাণাধীন একটি বাড়ির ওপর মুখ থুবড়ে পড়ে। যাত্রীদের সবাই আঘাত পেলেও কেউই গুরুতর আহত হননি। যাত্রীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করেই গোদাগাড়ী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় অনেক বড় কিছুই হতে পারত। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ফরিদুর রেজা সাগরসহ ছয় আরোহী। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোদাগাড়ী উপজেলার লালবাগে হেলিপ্যাডের পাশে এ দুর্ঘটনা ঘটে। আরোহীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়।

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ফরিদুর রেজা সাগরকে দেখতে গতকাল সন্ধ্যা থেকে হাসপাতালে ভিড় করেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মধ্যে আছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বিশিষ্ট চিকিৎসক বরেণ চক্রবর্তী। সংস্কৃতি অঙ্গনের মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা, নাসির উদ্দীন ইউসুফ, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মোস্তফা সরয়ার ফারুকী, মুশফিকুর রহমান গুলজার, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মেহের আফরোজ শাওন, কোনাল, বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী নাঈম, মিশু সাব্বির এবং অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামসহ আরও অনেকে। তবে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে এসে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে।

ফরিদুর রেজা সাগর ছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যরা হলেন ফেরদৌস আরা, ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, ইফতেখারুল চিশতী ও তুফান আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com