লোকালয় ডেস্কঃ শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দুদের কাছে নৌকার পক্ষে শতভাগ ভোট চাইলেন বাগেরহাট-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়।
তন্ময় বলেন, ‘আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।’ এজন্য বাগেরহাট-২ আসনের ৭০ হাজার হিন্দুদের শতভাগ ভোট তিনি নৌকা প্রতীকে চান।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের সাথে সনাতন ধর্মাবলম্বী সুধিজনের ওই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভার সভাপতিত্বে করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়। এ সময় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জি, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা প্রমুখ।
Leave a Reply