প্রবাসের কথা ডেস্ক- মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জানুয়ারি) কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক স্থান থেকে তাদের হাত, পা ও চোখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মোঃ শিপন মিয়া এবং একই থানার বাসিন্দা কানাই নগর গ্রামের কালা মিয়ার পুত্র মোঃ নাসির উদ্দিন।
তাদের পাশের রুমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহত যুবকরা একই সাথে একটি আবাসিক হোটেল বয় হিসাবে চাকরি করতেন। একই সাথে রুমে থাকতেন।
তবে কি কারণে তারা খুন হয়েছেন এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে। তদন্তকারীরা ঘটনা সম্পর্কে জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।
Leave a Reply