ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিজয় মাল্যের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে ব্রিটেনের আদালতে মামলা করেছে ভারতীয় ১৩টি ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকও রয়েছে। এখন দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজয়কে দেশে ফেরত আনার চেষ্টা করছে।
জানা গেছে, লন্ডনে বিলাসবহুল জীবন কাটানো বিজয় মাল্যের বাড়িতে বেশকিছু দামি আসবাব রয়েছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর চশমা, টিপু সুলতানের তলোয়ার ইত্যাদি। তবে সবাইকে চমকে দেয়ার মতো বিষয় হচ্ছে, তার শৌচাগারে একটি সোনার কমোড রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে লি কুয়ান ইউ স্কুলের অধ্যাপক জেমস ক্রাবট্রি। তিনি একবার বিজয়ের বাড়ির গেলে শৌচাগারেও গিয়েছিলেন। তখনই সোনার কমোডটি দেখেন পান জেমস। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি ইভেন্টে অংশ নিয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।
Leave a Reply