সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
হাইব্রিড ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

হাইব্রিড ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

হাইব্রিড ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা
হাইব্রিড ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা

অর্থনীতি ডেস্কঃ যশোরের শার্শা উপজেলায় এবার কম খরচে অধিক ফলন হওয়ায় আশায় চাষিরা হাইব্রিড জাতের ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে। কয়েক বছর ধরে রবি ফসল বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে এবার তারা নতুন জাতের এ হাইব্রিড জাতের ভুট্টা চাষ করছে।

গত রবি মৌসুমে ভুট্টা চাষে বেশ লাভ হওয়ায় আবারো তারা এটি চাষে ঝুঁকে পড়েছেন।  কৃষকরা জানান, স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় বিজ্ঞান ভিত্তিক হাইব্রিড ভুট্টা চাষ করেছেন তারা। উপজেলার ৩৪টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে চাষিদের চাষাবাদ ও প্রযুক্তি বিষয়ক দেখভাল, সুবিধা -অসুবিধা ও নিয়মিত পরামর্শ দিচ্ছেন। হাইব্রিড জাতের ভুট্টা চাষকে জনপ্রিয় করে তোলার জন্য কৃষি মন্ত্রণালয়ের এন এ টি পি-ফেজ-২ প্রকল্পের আওতায় কৃষি অফিসের মাধ্যমে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে।
রাজনগর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুখেন্দু কুমার মণ্ডল জানান প্রতি বছর গম ব্লাস্ট রোগের আক্রান্ত এবং প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় চাষিদেরকে গম চাষ করতে নিষেধ করা হচ্ছে। এ ছাড়া স্টেইন থাইলিয়ান বিলাইডে আক্রান্ত হওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভুট্টা গরু মোটা তাজা করণেও খামারিদের নিকট ব্যাপক চাহিদা থাকায় উৎপাদিত ভুট্টা বিপণন ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হয়না চাষিদের। গরু চাষিদের জন্য নেপিয়ার ঘাস জনপ্রিয় হলেও ভুট্টা চাষ করলে নেপিয়ার ঘাসের পরিবর্তে খামারিরা ভুট্টা গাছ গরু মোটা তাজা করণের জন্য সুষম খাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন। তাছাড়া ভুট্টার মোচা কাটার পর নীচের অংশ পরিবেশ বান্ধব জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়।
রাজনগর গ্রামের প্রান্তিক চাষি এক্সের আলী জানান আমি প্রতি বছর ৫ বিঘা জমিতে গম চাষ করে থাকি কিন্তু ব্লাস্ট রোগের কারণে গম চাষ ছেড়ে কৃষি অফিসের পরামর্শ নিয়ে এবার ৫ বিঘা জমিতে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ করেছি। আশা করি ফলন ভাল হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, এ বছর শার্শায় ৮শ’ বিঘা জমিতে হাইব্রিড জাতের ভুট্টার চাষ হয়েছে। লাইন থেকে লাইনের দূরত্ব ৬০ সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দূরত্ব ৪০ সেন্টিমিটার হিসেবে লাগাতে হয়। হাইব্রিড জাতের মধ্যে সুপার সাইন, পাইওনিয়ার ও কাবেরিসহ বিভিন্ন ধরনের উন্নত জাতের হাইব্রিড ভুট্টা চাষ হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৩৫-৪০ মণ ভুট্টার উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বিঘা প্রতি সেচ, সার ও আগাছা দমন  খরচ ৬-৮ হাজার টাকা। ৩ মাসের মধ্যে ভুট্টা কর্তন করা যায়। প্রতি বিঘা জমিতে খরচ বাদে চাষিদের নিট আয় হয় ২০-২২ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com