সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
হবিগঞ্জ-১ আসনে ২ আওয়ামীলীগের মন্ত্রীপুত্রের লড়াই

হবিগঞ্জ-১ আসনে ২ আওয়ামীলীগের মন্ত্রীপুত্রের লড়াই

হবিগঞ্জ-১ আসনে ২ আওয়ামীলীগের মন্ত্রীপুত্রের লড়াই
হবিগঞ্জ-১ আসনে ২ আওয়ামীলীগের মন্ত্রীপুত্রের লড়াই

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার সিলেট বিভাগজুড়ে বেশ আলোচিত আসন হয়ে দাঁড়িয়েছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি। মূলত আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী পুত্রের পরস্পরের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ায় এটি আলোচিত হয়ে উঠেছে।

আরও বেশি আলোচিত হয়ে উঠেছে সাবেক অর্থমন্ত্রী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোটযুদ্ধে নামায়। তার প্রতিপক্ষ হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক প্রতিমন্ত্রী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

একই রাজনৈতিক বলয়ের উত্তরাধিকার হলেও ভিন্ন দু’টি রাজনৈতিক জোটের হয়ে ভোটযুদ্ধে নামায় এখন সবার দৃষ্টি এ আসনটির দিকে। এ আসনটিতে দুই জোটেরই একাধিক প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

২০১৪ সালের নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। অবশেষে আসনটি জোটের অন্যতম শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দিলে কেন্দ্রের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। তখন জাপা প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবার আবারও আওয়ামী লীগ থেকে গাজী মোহাম্মদ শাহনওয়াজকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু একই জোটের অন্যতম শরীক জাপা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আতিকুর রহমান আতিক। তিনি পরবর্তীতে আর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এখন একই জোটের দুইজন প্রার্থীই ভোটযুদ্ধে রয়ে গেছেন।

অপরদিকে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া হঠাৎই গণফোরামে যোগ দিয়ে আলোচনায় উঠে আসেন। দেশজুড়েই বিষয়টি বেশ আলোচিত হয়। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। এখানেও জোটের শরীক কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অ্যাডভোকেট মো. নূরুল হক। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ জোটেও দুইজন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে রয়ে গেছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠ চষে বেড়াতে শুরু করেছেন সাবেক মন্ত্রী ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। আর প্রতীক নিয়েই নিজ বাড়িতে ছুটে গিয়ে তাক লাগিয়ে দেন ড. রেজা কিবরিয়া। তাকে দেখতে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে তিনি মাঠে নামেননি।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছেন। আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ জনগণ আমাকে বিজয়ী করবে।

আওয়ামী লীগের প্রয়াত নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, আমি শতভাগ আশাবাদী আমার বাপ দাদার জন্মস্থান নবীগঞ্জ-বাহুবলে ধানের শীষ বিজয়ী হবে। আমি নির্বাচিত হয়ে আমার নিজ এলাকার জনগণের সেবা করতে সুযোগ পাব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com