হবিগঞ্জের পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে টাউনহল এলাকায় মেয়াদউত্তীর্ণ কসমেটিকস ও বেভারেজ সামগ্রী বিক্রি এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে রাফি কসমেটিকসকে ৫ হাজার টাকা, আশারাফ জাহান মার্কেটে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা না থাকায় ক্যাফে প্রিমিয়ার এন্ড ফাস্ট ফুডকে ৭ হাজার টাকা, একই মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরনের অপরাধে সোনার তরী চাইনিজ রেস্টুরেন্টুকে ১৫হাজার টাকা, এবং বাণিজ্যিক এলাকার ম্যাংগো রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply