স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরের উন্নয়ন কাজে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন লাখাই উপজেলা কৃষক দল ও শ্রমিকদল সভাপতিসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গতকাল উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে এমপি আবু জাহিরের নির্বাচনী প্রচারণা সভায় তার হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- উপজেলা কৃষক দল সভাপতি এম আর জুনাইদ, উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃ আলী আহাদ, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, উপজেলা কৃষক দলের সহ সভাপতি আছকির মিয়া, উপজেলা যুবদল নেতা ওলিউর রহমান রিপন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি খোকন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন, যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা পারভেজ আলম তালুকদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সাম্পাদক মাদু মিয়া, বিএনপি নেতা সাবেক মেম্বার জাহির মিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আছাদ আল মামুন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল হাসান, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, শাহীন মিয়া ও জিয়াউর রহমানসহ শতাধিক বিএনপি নেতাকর্মী।
যোগদানকারীরা জানান, গত দশ বছরে এমপি আবু জাহির লাখাই তথা হবিগঞ্জে যে উন্নয়ন সম্পাদন করেছেন তা অতীতে কোন এমপি করতে পারেননি। এছাড়াও নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সুখে দুখে পাশে থাকেন তিনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনবান্ধন জননেতা এডভোকেট মোঃ আবু জাহিরের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
Leave a Reply