মঙ্গলবার সকালে শহরের রওশন রেজা এম্পায়ার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউর রহমান জানান।
নিহত শাহ মাসুদ আলী (৫২) জেলা শহরের উত্তর শ্যামলী এলাকার সানোয়ার মিয়ার ছেলে।
আহত আব্দুল মজিদ খান আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক জিয়াউর বলেন, প্রতিদিনের মত সকালে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে এমপি আব্দুল মজিদ খান রাস্তায় হাঁটতে বের হন। পথে একটি পিকআপ ভ্যানের চাপায় এমপির সঙ্গে থাকা মাসুদ আহত হন।
“মাসুদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।পরে ঢাকায় নেওয়ার পথে মাসুদ মারা যান।”
পিকআপ ভ্যানের চালককে ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply