মনসুর উদ্দিন আহমেদ ইকবাল: দুঘর্টনা মামলা জামিন যোগ্য করা ও শ্রমিকের অর্থদন্ড ৫ লাখ টাকা বাতিলসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ ফলিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. সজিব আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি আব্দুস সালাম, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ সম্পাদক শাহজাহান, যুগ্ম সম্পাদক জহির সিকদার।
Leave a Reply