নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ রায়কে সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রায়ের পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল বের করে।
এদিকে, রায়কে সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে বানিয়াচং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।
মিছিলটি নতুন বাজারের পশ্চিম দিক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনাব আলী সরকারি কলেজ রোডের তিনরাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সেখানে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা কমিটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় রায়ে সন্তুস প্রকাশ করেন।
Leave a Reply