ঢাকা- জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে পুলিশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গেছেন বলে জানা গিয়েছে।
বুধবার দুপুরের দিকে হঠাৎ রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে প্রতিনিধি দলটি প্রবেশ করে। মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ জন শীর্ষ কর্মকর্তারা সেখানে গেছেন।
এরআগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন জানিয়ে গণমাধ্যমকে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, দুপুরে পুলিশের সদস্যরা ড. কামাল হোসেনের চেম্বারের সামনে অবস্থান নেয়। এরপর দুজন অফিসার স্যারের সঙ্গে দেখা করে বলেন কমিশনার আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তবে শেষপর্যন্ত ডিএমপি কমিশনার আসেন নি বলে জানা গেছে।
Leave a Reply