স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি একদিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন আগামীকাল।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ পৌরসভা আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান বলেন- মন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। পৌর পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
শোক সভায় প্রধান বক্তা থাকবেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি ও শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি।
এদিকে, বিকাল ৩টায় নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রেলওয়ে পার্কি মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকা মন্ত্রী।
Leave a Reply