আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান প্রদেশের আল-খোবে এলাকার একটি সামরিক ঘাঁটিতে স্বপ্লপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার এ হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
হুথি সমর্থক আল-মাসিরা টেলিভিশন জানায়, জিজান প্রদেশের আল-খোবের সামরিক ঘাঁটিতে সৌদি সেনাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। ঘাঁটিটি লক্ষ্য করে ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
এদিকে আল-মাসিরার খবরে আরও বলা হয়, হুথি স্নাইপারদের গুলিতে একই প্রদেশের জাবাল আদ-দাউদ এবং আল-মাশআল এলাকায় চার সৌদি সেনা নিহত হয়েছেন।
হুথিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্ত্রের মুখে ক্ষমতাচ্যুত করলে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি জোটে রয়েছে আরব আমিরাত, বাহরাইন, মিশর, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত। এ যুদ্ধে দারিদ্রপীড়িত দেশটিতে নারী ও শিশুসহ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
Leave a Reply