সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সু চির সমালোচনায় মাহাথির মোহাম্মদ

সু চির সমালোচনায় মাহাথির মোহাম্মদ

সু চির সমালোচনায় মাহাথির মোহাম্মদ
সু চির সমালোচনায় মাহাথির মোহাম্মদ

লোকালয় ডেস্কঃ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি সে দেশের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। এই ভূমিকার জন্য তাঁকে আর সমর্থন করে না মালয়েশিয়া। সংবাদভিত্তিক তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত শনিবার মাহাথিরের সাক্ষাৎকারটি সম্প্রচার করে টিআরটি।

সু চির ব্যাপারে মাহাথিরের এ দৃষ্টিভঙ্গি প্রকাশের দিনে সিঙ্গাপুরও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে সতর্ক করেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান গত শনিবার নিউইয়র্কে বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া। ওই জনগোষ্ঠীর এমন একটি সমাজে ফেরা নিশ্চিত করতে হবে, যেখানে সবার জন্য নিরাপত্তা, শান্তি ও ন্যায়বিচার আর উন্নত ভবিষ্যৎ রয়েছে।

সু চিকে লেখা চিঠির জবাব পাননি মাহাথির
টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের বিষয়ে হতাশা প্রকাশ করেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, ‘আমি তাঁকে (সু চি) চিঠি লিখেছিলাম। কিন্তু সে চিঠির জবাব পাইনি। চিঠির জবাব না পেয়ে আমি হতাশ হয়েছি। কারণ, তাঁর অন্তরীণের সময়টাতে আমরা তাঁর মুক্তির জন্য সংগ্রাম করেছি। শেষ পর্যন্ত তিনি মুক্তিও পেয়েছেন।’
মাহাথির বলেন, ‘রোহিঙ্গা সমস্যার প্রেক্ষাপটে তাঁকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে দেখছি। রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে তিনি একটি শব্দও বলতে চান না। তাই আমরা স্পষ্ট করেই বলছি, তাঁর প্রতি আমাদের আর কোনো সমর্থন নেই।’ তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে সারা বিশ্বের কাছে আপত্তি তুলে ধরছি। আমরা অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি।’

সিঙ্গাপুরের প্রশ্ন
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। গত বছরের নভেম্বরে প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন সেপ্টেম্বর। একটা পর্যায়ে বিশ্বাসযোগ্যতার স্বার্থে আপনাকে অগ্রগতি দেখাতে হবে…সেটা হতে হবে স্বেচ্ছায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com