মোঃ আব্দুল হাইঃ হবিগঞ্জ সদর উপজেলায় ঐতিহাসিক সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দিপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার ২১ রমজান হযরত মওলা আলী মুসকিল কুসা (রা:) এর পবিত্র শাহাদাত দিবস ও হযরত সৈয়দ আব্দুর রহিম হোসাইনি চিশতি ওরুফে মলাই সাহেবের পবিত্র বাৎসরিক উরস পালিত হয়। এতে বাংলাদেশের প্রত্যন্ত অ ল থেকে অসংখ্য ভক্তবৃন্দ ও মুরিদানগণের সমাগম ঘটে। সারা রাত্র ব্যাপী ওয়াজ মিলাদ-মাহফিল, সামা মাহফিল, জিকির আজগার অনুষ্ঠিত হয়। রাত্র ১০ ঘটিকার সময় তবারুক বিতরণ করা হয়। ফজর নামায বাদ মওলা আলী মুসকিল কুসা (রা:) শান মান নিয়ে তরীকাপন্থী বয়ান পেশ করেন ও আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারে মোস্তফা হাবেলীর বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল, কামেল পীরজাদা সৈয়দ হাছান ইমাম হোসাইনি চিশতি ওরুফে আওলিয়া মিয়া সাহেব। আখেরী মোনাজাতের মধ্যে বিশ্বের সকল মানবজাতীর কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরুসের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply