লোকালয় ডেস্কঃ সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২০১৮-১৯ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় বাস্তবায়িত ফসল রক্ষা বাঁধের কাজ সমূহ প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।সোমবার সকালে গৌড়ারং ইউনিয়নে করচার হাওরের বাঁধ সরজমিনে পরিদর্শনে গিয়ে পি আই সি দের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি, তিনি বলেন বিধি মোতাবেক কাজ না হলে কঠিন ব্যাবস্তা নেওয়া হবে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় কাবিটা সংশোধিত নীতিমালা ২০১৭ অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের করচার হাওর উপ-প্রকল্পের (প্রকল্প নং ০২) ২২.২০০ কিলোমিটার হতে ২২.৩৪৭ কিলোমিটার = ০.১৪৭ কিলোমিটার ডুবন্ত বাঁধের ব্রীজ বন্ধকরণ ও বাঁধ পূনরাকৃতিকরণ কাজ, যার মোট বরাদ্দ ৮,০০,৩৬৩.৪৩/- টাকা, মাটির পরিমাণ= ৯৯৭.১৮ ঘনমিটার এবং করচার হাওর উপ-প্রকল্পের (প্রকল্প নং ০৪) ২৬.৩২৬ কিলোমিটার হতে ২৬.৯৫৫ কিলোমিটার এবং ০.০০০ কিলোমিটার হতে ০.৫৮ = ০.৬২৯ কিলোমিটার বাঁধের ব্রীজ বন্ধকরণ ও বাঁধ পূনরাকৃতিকরণ কাজ, যার মোট বরাদ্দ ৫,২৮,২১৭.২১ টাকা এবং মাটির পরিমাণ= ১৭২৪.৬১ ঘনমিটার প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব প্রদীপ সিংহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পওর-১ এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব জাকারিয়া মোস্তফা, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা জনাব মালেক হোসেন পীর উপ-সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী, গৌরারং ইউপি চেয়ারম্যান জনাব ফুল মিয়া, পিআইসি কমিটির সভাপতি আব্দুল কদ্দুস, স্মৃতি রত্ন দাস, শওকত মিয়া এবং প্রকল্প এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন এবং পিআইসি কমিটির সভাপতির মোবাইল নাম্বার মনিটরিং বোর্ডে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
Leave a Reply