ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার পরোয়ানা ভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মান্নারগাও ইউনিয়নের বদরপুর(বসন্তপুর) গ্রামের গুফিকা চন্দ্রের পুত্র অরুন চন্দ্র( ৪৬)ও বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আবুল কালাম (৪০) এসআই মঞ্জুরুল হক,র নেতৃত্বে সঙ্গিয়ফোর্স সহ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুশীল রঞ্জন দাস গ্রেফতারের সত্যতা স্বিকার করে জানা আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার আদালতে প্রেরণ হবে।
Leave a Reply