নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় রেল ইঞ্জিনের ধাক্কায় পিতা-কন্যাসহ তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
রোববার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কাশেম (৪৫), তার এক বছর বয়সি শিশুকন্যা ফাতেমা এবং আবুল খায়ের স্টিল মিলের শ্রমিক শহীদুল ইসলাম (৫০)।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, কয়েকজন ব্যক্তি মাদামবিবির হাট রেললাইন ধরে হাঁটার সময় পেছন দিক থেকে আসা একটি রেল ইঞ্জিন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিতা-কন্যাসহ তিনজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Leave a Reply