বাংলাদেশ চা বোর্ডে নিবন্ধিত চা বাগান আছে ১৬৭টি। তন্মধ্যে সবচেয়ে বেশি চা বাগান সিলেট অঞ্চলে। এখানে তিন জেলা মিলিয়ে বাগান আছে ১৩৫টি। শুধু সিলেটই নয়, সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি আয়তন, প্রায় দেড় লাখ একরের চা বাগান আছে মৌলভীবাজার জেলায়।
সিলেটের বাইরে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে ২৩টি এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ৯টি চা বাগান আছে।
সিলেট অঞ্চলের বাগানগুলোর মধ্যে বাংলাদেশ চা বোর্ডের মালিকানায় রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া, বড়লেখা উপজেলার নিউসমনবাগ, পাথারিয়া, শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই, রাজনগর উপজেলার কাশিপুর চা বাগান। এসব বাগানের দায়িত্বে আছেন বাংলাদেশ চা বোর্ডের সচিব।
চা বোর্ডের তথ্যানুসারে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চা বাগান রয়েছে ১২টি। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা, কুরমা, চাম্পারাই, মদনমোহনপুর, মাধবপুর চা বাগান, মাধবপুর উপজেলার জগদীশপুর, তেলিয়াপাড়া, চণ্ডীছেঁড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান, চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান, মৌলভীবাজার ও কুলাউড়া উপজেলার প্রেমনগর ও বিজয়া চা বাগান রয়েছে। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হআব্দুল আওয়াল।
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। সিলেটের পাঠানটুলাস্থ আলীবাহার চা বাগানের মালিকপক্ষ মো. আলী বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই বাগানের ব্যবস্থাপনা পরিচালক এসএম ছিদ্দিক আলী। সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া বাগানের মালিকপক্ষ লোভাছড়া টি কোম্পানি লিমিটেড। এই বাগানের চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক জেমস লিও ফারগুসন।
সিলেটের ডালিয়া বাগানের ব্যবস্থাপনা পরিচালক মনোহর আলী গং। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর চা বাগানের স্বত্বাধিকারী ড. শামসুল হক ভুঁইয়ার মালিকানাধীন এপোলো মাল্টিপারপাস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফেঞ্চুগঞ্জ উপজেলার ডালুছেড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক জে এন দেব চৌধুরী।
এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেডের মালিকানায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী, শ্রীমঙ্গলের নূরজাহান, রাজনগরের আমিনাবাদ, চান্দবাগ, সিলেটের জৈন্তাপুর উপজেলার হাবিবনগর, খান চা, আফিফানগর, লালাখাল—এই চা বাগানগুলো রয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান চৌধুরী।
দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেডের মালিকানায় আছে সাতটি চা বাগান। সেগুলো হলো- শ্রীমঙ্গলের ডিনেস্টন, বালিশিরা, রাজঘাট, আমরাইল, ভাড়াউড়া, রশিদপুর ও দারাগাঁও চা বাগান। আহমেদ কামরুল ইসলাম চৌধুরী এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
রেমা টি কোম্পানি লিমিটেডের হাতে আছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুর রহমান।
এমএম ইস্পাহানী লিমিটেডের মালিকানায় আছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাজীপুর, জেরিন ও শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগান। এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই, বাহুবলের মধুপুর, শ্রীমঙ্গলের দিনারপুর ও সাতগাঁও—এ চারটি চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান কেদারপুর টি কোম্পানি লিমিটেড। লায়লা রহমান কবীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড সিলেট অঞ্চলে ১৬টি চা বাগানের মালিক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। তাঁদের মালিকানায় থাকা বাগানগুলো হলো- মৌলভীবাজারে আমু, চাঁদপুর, লস্করপুর, চাকলাপুঞ্জি চা বাগান, কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান, শ্রীমঙ্গলের মাঝদিহি চা বাগান, কুলাউড়ার উপজেলার লংলা, হিঙ্গাজিয়া, চাতলাপুর চা বাগান, করিমপুর উপজেলার করিমপুর চা বাগান, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগান, কুলাউড়ার রাজকী চা বাগান, সিলোয়া চা বাগান, রাজনগরের ইটা, চুনারঘাটের নলুয়া চা বাগান এবং কুলাউড়ার পাল্লাকান্দি চা বাগান।
রহমান টি কোম্পানি লিমিটেডের মালিকানায় আছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পাল্লাথল চা বাগান। এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুর রহমান।
ডিউন্ডি টি কোম্পানি লিমিটেডের হাতে আছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডিউন্ডি ও মিরতিংগা চা বাগান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লালচান্দ এবং মাধবপুর উপজেলায় নয়াপাড়া চা বাগান। এসব বাগানের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল হক।
গ্রিনভ্যালির কর্তৃত্বে রয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, যিনি সিলেটের সংসদ সদস্য।
দ্য নিউ সিলেট টি এস্টেট লিমিটেডের মালিকানাধীন সিলেটের খাদিমনগরে উপজেলায় বুরজান এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফুলতলা চা বাগান। রফিকুল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
ইমাম টি এস্টেট লিমিটেডের মালিকানাধীন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইমাম ও বাওয়ানী চা বাগান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন জি কে মাহবুব হায়দার চৌধুরী ও মাসুদ চৌধুরী।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালিকাবাড়ী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসান। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জুলেখানগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজুর রহমান।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্লান্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন আতিয়াবাগ, সোনারুপা ও ধামাই চা বাগান। এ তিন বাগানের ব্যবস্থাপনা পরিচালক রায়হান হাসান আলী।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিলেটের কায়সর আহাম্মদ। আমতলী প্লান্টেশন লিমিটেডের মালিকানাধীন হবিগঞ্জের বাহুবলের আমতলী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সারেহা ইসলাম চৌধুরী।
মণিপুর টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মণিপুর চা বাগান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা ও শ্রীমঙ্গল উপজেলার সাইফ চা বাগান। এগুলোর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান।
নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানায় আছে সিলেটে খাদিম চা বাগান ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জঙ্গলবাড়ি চা বাগান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক সিলেটের আফজাল রশিদ চৌধুরী।
রোজ টি কোম্পানি লিমিটেডের মালিকানায় রয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বুশরা ইসলাম। হামিদিয়া টি কোম্পানি লিমিটেডের মালিকানায় আছে মৌলভীবাজারের হামিদিয়া চা বাগান, এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আলীউর রহমান।
শাহবাজপুর টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান, যেটির ব্যবস্থাপনা পরিচালক সামিউল এস চৌধুরী। হামদর্দ টি কোম্পানি লিমিটেডের মালিকানায় রয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রশিদাবাদ, কুলাউড়া উপজেলার সিরাজনগর ও জুড়ী উপজেলার দিলকুশা চা বাগান। এসব বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফারুক রশিদ চৌধুরী।
প্যারাগন এগ্রো লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজীনগর, বড়লেখা উপজেলার রহমানিয়া, ফতেহবাগ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ববান চা বাগান। এসব বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।
এস আহমেদ কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন আহমেদ। মেসার্স দ্য স্টার টি কোম্পানি লিমিটেডের মালিকানায় আছে সিলেটের স্টার চা বাগান, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পংকজ কুমার গুপ্ত।
হোসেনাবাদ টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাফাত নেওয়াজ। কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসনাত। বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম। মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইসলামাবাদ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল ইসলাম। মৌলভীবাজারের মৌলভী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আজম মঈন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আল্লাদাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ চৌধুরী। কুলাউড়া উপজেলার রুরহাননগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মহিউদ্দিন হোসাইন। একই উপজেলার আজগরাবাদ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সাহেবজাদি নাসরিন খান। মুরইছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নওয়াব আলী আনোয়ার খান।
রাজনগর উপজেলার শফিনগর চা বাগানের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহনুর আহমেদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিডি মুখার্জি।
Leave a Reply