আন্তর্জাতিক ডেস্কঃ ‘রাসায়নিক অস্ত্রের আরও ব্যবহার বন্ধ করতে’ সিরিয়ায় ‘অ্যাকশন প্রয়োজন’ বলে মত দিয়েছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা।
১২ এপ্রিল, বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রিসভার বৈঠক বিষয়ে বিবিসি একটি প্রতিবেদনে জানায়, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ভবিষ্যৎ ব্যবহার ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে মন্ত্রিসভা একমত।
বৈঠকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার অবশ্যই ‘শাস্তি’ ছাড়া যেন পার না পায় সে বিষয়েও মন্ত্রীরা ঐকমত্য পোষণ করেছেন। তবে পরিবহনমন্ত্রী জো জনসন অবশ্য জোর দিয়ে বলেছেন, ‘সামরিক পদক্ষেপ নিতে এই সময় কোনো সিদ্ধান্ত হয়নি।’ যদিও বিরোধী দল লেবার পার্টি ও সরকারি দলের বেশ কয়েকজন এমপি সিরিয়ায় হামলার বিষয়ে সংসদে ভোটাভুটির আহ্বান জানান।
ইস্টার ছুটির কারণে যুক্তরাজ্যে সংসদ অধিবেশন এখন বন্ধ। সোমবার থেকে শুরু হবে অধিবেশন। সিরিয়া বিষয়ে সিদ্ধান্ত নিতে এর মধ্যে মন্ত্রীদের জরুরি তলব করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
উল্লেখ্য, পশ্চিমা মিত্র দেশগুলোর অভিযোগ, সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুমায় রাসায়নিক গ্যাস হামলা হয়েছে। এই হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সমর্থক রাশিয়া জড়িত।
Leave a Reply