আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সিরিয়ার মাইমিম বিমান ঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়।
রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে। সিরিয়ায় রাশিয়ার যুদ্ধ শুরুর পর বিমান দুর্ঘটনায় এটা সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের
সামরিক যাত্রীবাহী বিমান এএন-২৬ সিরিয়ার লাতাকিয়া প্রদেশের মাইমিম ঘাটিতে বিধ্বস্ত হয়। এতে ৩৩ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী ছিলেন। যাত্রীরা সবাই রুশ সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা কর্মকর্তা।
রানওয়ে থেকে ৫০০ মিটার উপরে থাকতেই অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। কোনো শত্রু বাহিনীর হামলায় এটা বিধ্বস্ত হয়নি বলেও জানানো হয় টিভির খবরে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply