এক শোকবার্তায় রাষ্ট্রপতি সাবেক মন্ত্রী মাঈদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মাঈদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক শোকবার্তায় বলেন, “এ কে এম মাঈদুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ । তার মৃত্যুতে বাংলাদেশ একজন জনদরদী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।”
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান হুইপ আসম ফিরোজও পৃথক শোকবার্তায় মাঈদুল ইসলামের আত্মার শান্তি কামনা করেছেন।
পেশায় শিল্পপতি মাঈদুল ইসলাম ছয় বার জনপ্রতিনিধি হিসেবে সংসদে এসেছিলেন। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।
Leave a Reply