স্পোর্টস আপডেট ডেস্ক- থামছেন না সাকিব আল হাসান। থামাতে পারছেন না তাকে প্রতিপক্ষরা। কী ব্যাট, কী বল— ২২ গজে আপনমনে রাঙিয়ে চলেছেন তিনি। ক্যারিয়ারে বসন্ত চলা এই অলরাউন্ডারের দ্যুতি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বের অলিগলিতে। তার প্রশংসায় মেতেছেন বিশ্বের সব ক্রিকেটপ্রেমী।
কেউ বলছেন, ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তিনি। সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে এরই মধ্যে নিজের দাবি জানান দিয়ে ফেলেছেন সাকিব, এমনও মন্তব্য অনেক বিশেষজ্ঞের। দুর্দান্ত সাকিবের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কণ্ঠেও একই রকম মুগ্ধতা। সঙ্গে বিস্ময়ও। তার মতে, ভালো পারফর্ম করা সাকিবের জিনগত অথাৎ সহজাত বৈশিষ্ট্য।
গতকাল শনিবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এক সময়ের এশিয়ার সেরা উইকেটরক্ষক পাইলট এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পাইলট বলেন, ‘‘সাকিবকে আমি বলব, জিন। জিন বলতে, ও যা চাচ্ছে সেটাই হচ্ছে। অনেকেই বলছে সাকিব অনেক কঠোর পরিশ্রম করছে। বিশ্বকাপে আসলে প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা দলই কঠোর পরিশ্রম করে। এই পরিশ্রমের সঙ্গে কখনো কখনো ভাগ্যটাও দরকার হয়।’’
‘‘ফুটবলের কথাই ধরুন। মেসি বা অন্য যে কেউ, সবাই কঠোর পরিশ্রম করেই আসে। কিন্তু কখনো কখনো একটা দল হিসেবে কেউ যাবে বা একজন খেলোয়াড় বেষ্ট খেলোয়াড় হবে। পুরো বিশ্বকাপে দেখিয়ে দেয় সে কেমন।’’
পাইলট মনে করেন বিশ্বকাপে প্রতি ম্যাচে বাংলাদেশের কাজ অর্ধেকটা করে দিচ্ছেন সাকিব, ‘‘এই বিশ্বকাপে আমার কাছে মনে হয় সাকিব অসাধারণ পারফর্ম করছে। আমরা সাকিবের কাছে যা চাই তার চেয়ে বেশি দিচ্ছে আমাদের। তার পারফরম্যান্সটা বাংলাদেশ দলের পঞ্চাশ শতাংশ কাজ করে দিচ্ছে। সবকিছু মিলে অসাধারণ কন্ট্রিবিউশন।’’
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪৭৬ রান সাকিবের। ২টি করে সেঞ্চুরি ও ফিফটি তার। যা তাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। আর উইকেট নিয়েছেন ১০টি, একবার নিয়েছেন ৫ উইকেট। কপিল দেব এবং যুবরাজ সিংয়ের পর সাকিব তৃতীয় খেলোয়াড়, যার বিশ্বকাপের এক আসরে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি আছে। একই ম্যাচে ফিফটি ও ৫ উইকেটের অনন্য কীর্তিও গড়েছেন সাকিব।
বাংলাদেশের সার্বিক পারফরম্যান্সেও খুশি পাইলট। তার মতে, ‘‘বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হয় অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমাদের যে সুযোগ-সুবিধা, ওভার অল বাংলাদেশের যে অবকাঠামো, সেই হিসেবে আমাদের খেলোয়াড়রা অনেক ভালো পারফর্ম করেছে।’’
Leave a Reply