স্টাফ রির্পোটারঃ দীর্ঘ ১৬ বছরের মাথায় দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন হত্যা চেষ্টা মামলার স্বাক্ষ্য গ্রহন শেষ হলো। সোমবার দুপরে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম তানিয়া কামালের আদালতে সর্বশেষ স্বাক্ষী সংশ্লিস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মুর্শেদ পারভেজের স্বাক্ষ্য প্রদান করেন। তবে আদালত বারবার বলা সত্বেও আসামী পক্ষের আইনজীবি তদন্তকারী কর্মকর্তাকে জেরা না করায় ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামী পরীক্ষার জন্য বিজ্ঞ আদালত পরবর্তী দিন ধার্য্য করেন আগামী ২৮ মার্চ। তারপরপরই যুক্তিতর্কে চলে যাবে মামলাটি। উক্ত বিজ্ঞ বিচারক সংশ্লিস্ট কোর্টের দায়িত্ব গ্রহনের পর মামলাটির কার্যক্রম দ্রুত তরান্বিত হয়। তার আগে বাদী সাংবাদিক তুহিন, কর্তব্যরত ডাক্তার ও এজাহার ভূক্ত অন্যান্য সহ ১২ জন স্বাক্ষী গ্রহন করেন বিজ্ঞ আদালত। রাস্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই মামলার সর্বমোট ২১ জন স্বাক্ষীর মধ্যে ওই প্রদানকৃত স্বাক্ষী ছাড়া অবশিষ্ট স্বাক্ষী ক্লোজ্ড করা হয়। তবে মামলায় ৮ জন আসামীর মাঝে ১জন পলাতক ও ৭জন জামিনে ছিলেন। এদিকে একই দিন আসামী পক্ষের আইনজীবি এডভোকেট রহমত এলাহী কর্তৃক আসামী অনুপস্থিতির জন্য সময় প্রার্থনার আবেদন না মঞ্জুর করে সংশ্লিস্ট মামলার প্রধান আসামী ও তৎকালীন জেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুন্নবী উজ্জ্বল ও তছলিম আলম মেহেদীর জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন ওই বিজ্ঞ বিচারক। এছাড়া মামলার অপর এক আসামী শিবির নেতা কামরুজ্জামান খালেদ পলাতক থাকায় আগেই তার বিরুদ্ধে ছিল গ্রেফতারী পরোয়ানা।
বলাবাহুল্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ‘হবিগঞ্জে শিবির কর্মী ধর্ষন করেছে এক তরুনীকে’ এই শিরোনামে বিগত ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারী দৈনিক জনকন্ঠে একটি রির্পোট প্রকাশিত হলে শিবির সভাপতি নুরুনন্নবী উজ্জ্বল সহ অন্যান্য এজাহারভূক্ত শিবির ক্যাডার আসামীরা হবিগঞ্জের সৎ শুধু নয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের একমাত্র সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত রফিকুল হাসান চৌধুরী তুহিনকে ভূল স্বীকার পূর্বক প্রকাশ্যে ক্ষমা চাইতে বললে তিনি তাতে অনীহা প্রকাশ করেন। এতে শিবির সভাপতি সহ অন্যান্য অসামীরা এক সপ্তাহের মধ্যে তুহিনকে প্রানে মেরে ফেরার হুমকি দেয় এই ক্যাডারা। এদিকে এই রির্পোটের জের ধরে একই সালের ১ মার্চ রাতে হবিগঞ্জ শহরের শংকর বস্ত্রালায়স্থ দৈনিক প্রতিদিনের বানী পত্রিকা অফিসের সম্মুখে প্রানে হত্যার উদ্দেশ্যে নুরুন্নবী উজ্জ¦ল, আমজাদ হোসেন মনি, এম, এ মজিদ, তছলিম আলম মেহেদী সহ অন্যান্য আসামীরা সাংবাদিক তুহিনের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুর জখম করে। এতে মাথা ও হাত সহ দেহের অন্যান্য স্থানে আঘাত প্রাপ্ত সাংবাদিক তুহিন অতিরিক্ত রক্তক্ষরনে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি জ্ঞান হারান। পরবর্তীতে মুমুর্ষ অবস্থায় সাংবাদিক তুহিনকে স্থানীয় লোকজন ও পথচারীগণ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসা শেষে এর জেরে এখনও তার দেহে নানান সমস্যা অনুভব করেন তিনি। এদিকে এই ঘটনায় সাংবাদিক তুহিন বাদী হয়ে জেলা শিবির সভাপতি নুরুন্নবী উজ্জ্বল, এম এ মজিদ, মীর জিলামুন্নবী ফয়সল, আমজাদ হোসেন মনি, তছলীম আলম মেহেদী, কামরুজ্জামান খালেদ সহ ৮ জন শিবির শিবির ক্যাডারের নাম উল্লেখ সহ আরও অন্তত কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এসময় পুলিশ মামলাটির নিরেপেক্ষ তদন্ত ও চার্জশীট প্রদানে চেষ্টা চালালেও বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নিজামী-–মুজাহিদের চাপ ও ডাক্তারী প্রতিবেদনে ৩২৬ ধারায় পড়ে এমন জখম বাদ দেয়ায় দীর্ঘ তদন্ত ও স্ব্ক্ষীদের স্বাক্ষ্য লিপিবদ্ধ করে ৩০৭ সহ অন্যান্য ধারায় পুলিশ সাংবাদিক তুহিনের মামলার চার্জশীট বিজ্ঞ আদালতে দাখিল করে। তারপরও ৩০৭ ধারা বাদ দেয়া সহ সংশ্লিস্ট আসামীগণ আদালত থেকে জামিন লাভ করেন। পরবর্তীতে তুহিন সংশ্লিস্ট মামলায় ৩০৭ ধারা অন্তভূক্তির জন্য জেলা ও দায়রা জজের আদালতে আবেদন করলে তা গৃহিত হয়। এরই প্রেক্ষিতে মামলাটির কার্যক্রম ৩০৭ ধারায় নতুন করে শুরু হয়। কিন্তু সংশ্লিস্ট মামলার আসামী ও তাদের পক্ষাবলম্বনকালী কতিপয় প্রভাবশালী লোকদের চাপে বিগত কয়েকবছর যাবত তুহিন তার মামলা পরিচালনায় আদ্যক্ষরের “ক’ নামধারী সংশ্লিস্ট এক আইনজীবি সহ সরকার সমর্থক আওয়ামী আইনজীবিদের তেমন কোন সহযোগিতা পাচ্ছেন না। এসব আইনজীবিদের কানে কানে বক্তব্য একটাই যে, সংশ্লিস্ট মামলার প্রধান দুই আসামী পরবর্তীতে আইনজীবি হওয়ায় মামলা পরিচালনায় তাদের পক্ষে তেমন ভূমিকা রাখা সম্ভব নয়। এতে করে সাংবাদিক তুহিন ও তার পরিবারের সদস্য সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্ষির নানা পেশার সাধারন মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। এছাড়াও সংশ্লিস্ট মামলার সংখ্যালঘু সহ কোন কোন স্বাক্ষীদেরকেও ভয়ভীতি প্রদর্শন সহ নানাভাবে প্রলোভন দেখিয়ে মামলাটির বিচারকার্যে ব্যাহত করারও চেষ্টা করে আসামী পক্ষ। # হবিগঞ্জ থেকে। তাং-১৮/৩/২০১৯ খ্রীঃ।
Leave a Reply