বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বেশ কয়েকজন সাংবাদিকদের ফেসবুক আইডি লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সরকারবিরোধী লেখালেখির জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এমনটাই ঘটছে ভারতে। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই ওই তৎপরতা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। মোদি সরকারের বিরুদ্ধে কথা বলা জনতা কা রিপোর্টার, ক্যারাভান ডেইলি, বোলতা হিন্দুস্তান পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিকের ফেসবুক আইডি লক করে দিয়েছে কর্তৃপক্ষ।
জনতা কা রিপোর্টার-এর রিফাত জাওয়াদ বলেন, আমাদের ফেসবুক পেজ ব্লক করে দেওয়া হয়েছে। রাফায়েল দুর্নীতি নিয়ে খবর প্রকাশের পরই পেজ ব্লক করে দেওয়া হয়।
এ বিষয়ে ফেসবুক ইন্ডিয়ার জনসংযোগ পরিচালকের সঙ্গে যোগাযোগ করে টেলিগ্রাফ ইন্ডিয়া। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি।
Leave a Reply