সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সবজির উপজেলা হরিপুরে নেই হিমাগার, বিপাকে সবজি চাষিরা

সবজির উপজেলা হরিপুরে নেই হিমাগার, বিপাকে সবজি চাষিরা

সবজির উপজেলা হরিপুরে নেই হিমাগার, বিপাকে সবজি চাষিরা
সবজির উপজেলা হরিপুরে নেই হিমাগার, বিপাকে সবজি চাষিরা

সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সবজিবান্ধব উপজেলা হিসাবে পরিচিত ঠাকুরগাঁওয়ের হরিপুর। আলু সহ এ উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সারা বছর সবজি চাষ করা হয়। কিন্ত নেই কোন হিমাগার। সবজি সংরক্ষণ করতে না পারার কারনে চাষিরা এর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
এ উপজেলায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে। আর এসব সবজি রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্রগ্রাম ও সিলেটে সরববাহ করা হয়। উপজেলার কৃষকের দীর্ঘদিনের আক্ষেপ জমির ফসল সংরক্ষিত হবে হিমাগারে, ন্যায্য মূল্য পেয়ে কষ্ট ঘুচবে তাদের। তা পূরণে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় হিমাগার স্থাপনের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। এমনকি সরকারি কিংবা বেসরকারিভাবেও এ পর্যন্ত কেউ কোনো উদ্যোগ নেয়নি।
সম্প্রতি উপজেলার কাঠালডাঙ্গীবাজার ঘুরে দেখা যায়, সবজি চাষিরা ভ্যান, সাইকেল ও মাথায় করে বিভিন্ন স্থান থেকে
নানা প্রকারের শাকসবজি নিয়ে বাজারে আসছে। বাজারের সীমানা ছাড়িয়ে পাকা রাস্তার দু’পাশ অনেকাংশে দখল করে
রেখেছে এসব সবজি চাষিরা।
সরেজমিনে আরো দেখা যায়, উপজেলার পাকা রাস্তাগুলোর ধারে (সন্নিকটে) পাইকারি ক্রেতারা সবজি কিনে পাশে
দাঁড়ানো ট্রাকে ভর্তি করছে। এসময় পাইকারি ক্রেতা আর সবজি নিয়ে আসা কৃষকের পদচারণে মুখরিত হয়ে ওঠে রাস্তার ধার।
উপজেলার টেংরিয়া গ্রামের কৃষক জলিল বলেন, ফসল কম হলেও কৃষকের মরা, বেশি হইলেও মরা। কম হইলে খরচ ওঠে
না। আর বেশি হইলেও পাইকাররা দাম কম বলে, কিনতে চায় না আর আমরাও সবজি বেচতে পারি না। পরে কম দাম
দিয়ে সবজি বেচতে হয়।
তিনি আরও বলেন, আজ ফুলকপি ১০০ টাকা মন বিক্রি করেছি। কিন্ত আমাদের খরচ তো আর কম হয় না। এলাকায় যদি একটা সবজি না পচনের ঘর থাকত (হিমাগার) তা হইলে একটু বাঁচা হইত।
হরিপুর এলাকার সবজি চাষি রিয়াজুল বলেন, সবজি চাষ করতে এখন সার-কীটনাশক দিতে যে টাকা খরচ হয়, সেই টাকা
উঠানো কষ্ট। কারণ পাইকারি হাটে সব সময় তো আর দাম এক রকম থাকে না। অনেক ওঠানামা করে। যদি সবজিগুলো
রাখার (সংরক্ষণ) জায়গা থাকত তাহলে তা পরবর্তিতে বিক্রি করার সুযোগ থাকত এবং তাতে একটু লাভের মুখ দেখতাম।
উপজেলা কৃষি অফিসার নইমুল হুদা সরকার বলেন, হিমাগার খুব জরুরি এসমস্ত এলাকার জন্য। আমরা স্থানীয় বড় ব্যবসায়ীদেরকে হিমাগার স্থাপনের জন্য তদারকি করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com