সংবাদ শিরোনাম :
সংবাদমাধ্যম প্রিয় ডটকমের অফিসে হামলা

সংবাদমাধ্যম প্রিয় ডটকমের অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম প্রিয় ডটকমের অফিসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির ৭/এ, কেএফসি’র বিপরীত দিকে প্রিয় ডটকমের অফিসে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে প্রিয় ডটকমের অফিসের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মানববন্ধনে একদল যুবক বাধা দিচ্ছিল। বিষয়টি প্রিয় ডটকমের রিপোর্টার প্রদীপ দাস মুঠোফোনে ধারণ করতে গেলে যুবকেরা প্রথমে তাকে ও পরে প্রিয় ডটকমের অফিসে হামলা চালায়।

রিপোর্টার প্রদীপ দাসকে মারধরের সময় তাকে উদ্ধারে এগিয়ে যান প্রিয়.কমের হেড অব নিউজ রফিকুল রঞ্জু। এ সময় দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেয়। এক পর্যায়ে রফিকুল রঞ্জু ও প্রদীপ দাস অফিসে দৌড়ে প্রবেশ করেন। তখন দুর্বৃত্তরা অফিসে ঢিল দিয়ে কয়েকটি গ্লাস ভাঙচুর করে।

প্রিয় ডটকমের হেড অব নিউজ রফিকুল রঞ্জু এ বিষয়ে টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে ইউল্যাবের শিক্ষার্থীরা মানবন্ধন করছিল। এ সময় অজ্ঞাত একদল যুবক তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে বাঁধা দিতে যায়। এ নিয়ে সেখানে তর্ক এবং ধাক্কাধাক্কি চলছিল। রিপোর্টার প্রদীপ বিষয়টি মুঠোফোন দিয়ে ধারণ করতে যান। এরপর যুবকরা তার ওপর হামলা করে। পরে আমি থামাতে গেলে আমাদের ধাওয়া দেয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com