আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রীকে আকস্মিক বরখাস্তের ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে বরখাস্তের কথা বলা হয়েছে। তবে বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী দাবি করেছেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক এবং তিনিই প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের রানিল বলেন, পার্লামেন্টের আস্থা রয়েছে আমার ওপর। আমিই প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে অপসারণ বৈধ নয়।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজাপাকসে প্রেসিডেন্ট থাকার সময় তার স্বাস্থ্য মন্ত্রী ছিলেন সিরিসেনা। ২০১৫ সালে রানিলের সঙ্গে সিরিসেনা জোট বেধে রাজাপাকসেকে নির্বাচনে পরাজিত করেন। রানিলের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শুক্রবার সিরিসেনার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস’ ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাচ্ছে। ফলে তিন বছর আগে গড়ে ওঠা জোট সরকারের ইতি ঘটতে যাচ্ছে।
Leave a Reply