লোকালয় ডেস্কঃ সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা শিব। সেই শিব রূপেই একটি ছবিতে দেখা গেল সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানকে। ফটোশপের কাজ করা ছবিটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের মধ্যে। এ নিয়ে তোলপাড় পাকিস্তান সংসদও।
বিতর্কিত এই ছবিটি ছড়ানোর পেছনে নওয়াজ শরিফের রাজনৈতিক দল ‘পাকিস্তান মুসলিম লিগ’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইমরান খানের দল ‘তেহরিক ই ইনসাফ’-এর সমর্থকরা।
গত ৮ এপ্রিল, ‘উই লাভ নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ অ্যান্ড পিএমএন-এল’ নামক ফেসবুক পেজে প্রথম এই ছবিটি প্রকাশিত হয়। খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে টুইটার-ইন্সটাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও। পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা এর নিন্দা জানিয়ে ইন্টারনেট থেকে ওই ছবি সরিয়ে নেওয়ার দাবি জানায়।
ছবিটি ঘিরে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের সংসদেও। সেখানে দেশটির বিরোধী দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ দাবি করে, এই ঘটনা দেশের সংবিধানকে অগ্রাহ্য করেছে ও দেশের হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছে।
Leave a Reply