শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারে চায়ের দোকানে ট্রাক চাপায় শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চা পানরত আরো ৪ জন।
বুধবার (১৯) ডিসেম্বর সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার পশ্চিম চরহামুয়া এলাকার সুন্দর আলীর ছেলে। পরে উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূূত্রে জানা যায, কলিমনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কয়েকজন। এ সময় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক এসে চায়ের দোকানে চাপা দিয়ে উল্টে গেলে ৫ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহেদ আলীকে মৃত ঘোষণা করেন। বাকীদেরকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার শামীমুর রহমানের নেতৃত্বে উত্তেজিত জনতা ওই সড়কে আবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলাম এসে ঘটনাস্থলে একটি স্পীড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করেছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাকটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ছিল এবং চালক পালিয়ে গেছে।
Leave a Reply