শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর নামকস্থানে গাড়ীর চাপায় অজ্ঞাতব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান- অজ্ঞাত একটি গাড়ী ওইব্যক্তি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লোকটিকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাসপাতালে লোকটি মারা যায়।
Leave a Reply