রাজু আহমেদঃ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকার একটি ওয়ার্কশপের দরজা বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে শফিক মিয়া (৫২) নামে এক শ্রমিকের।
রোববার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিক মিয়া জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাতিশাইল গ্রামের বাজিদ উল্লার ছেলে। তিনি মেশিন দিয়ে ধানমাড়াই করতেন।
উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী জানান, সকালে শফিক তার ধানমাড়াই মেশিন মেরামত করানোর জন্য নতুন ব্রিজ এলাকার আফজাল মিয়ার ওয়ার্কশপে যান। এসময় কোনো কারণে ওয়ার্কশপের দরজা বিদ্যুতায়িত ছিল। যা কারো জানা ছিল না। এ অবস্থায় বিদ্যুতায়িত দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শফিক মারা যান।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অরূপ কুমার দাশ বলেন, ওয়ার্কশপের ভেতরে বিদ্যুতের ওয়্যারিংয়ে কোনো ত্রুটি থাকায় দরজাটি বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply