সংবাদ শিরোনাম :
লিফটে ২৫ মিনিট আটকে পোপ ফ্রান্সিস, উদ্ধারে দমকল বাহিনী

লিফটে ২৫ মিনিট আটকে পোপ ফ্রান্সিস, উদ্ধারে দমকল বাহিনী

লিফটে ২৫ মিনিট আটকে পোপ ফ্রান্সিস, উদ্ধারে দমকল বাহিনী
লিফটে ২৫ মিনিট আটকে পোপ ফ্রান্সিস, উদ্ধারে দমকল বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক- ক্যাথলিকদের মধ্যে একটি প্রবাদ খুব প্রচলিত, আর তা হচ্ছে ‘ঈশ্বরের ইচ্ছা বোঝা বড় দায়’। গত রোববার (১ সেপ্টেম্বর) ঠিক এরকম একটি ঘটনায়র পর কথাটি আরও আলোচনায এসেছে।

বিশ্বর সবচেয়ে ক্ষমতাধর যাজক ভ্যাটিকানের লিফটে আটকে পড়েন। টানা ২৫ মিনিট পর সেখান থেকে বের হতে সক্ষম হন ৮২ বছর বয়সী পোপ ফ্রান্সিস।

বিবিসির খবরে বলা হয়, রোববার ভ্যাটিকান সিটিতে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এ সময় তিনি লিফটে ২৫ মিনিট আটকা পড়েন। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

লিফটে আটকে পড়ার কারণে সেন্ট পিটার্স স্কয়ারে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় তিনি দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান।

ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেয়ার আহ্বান জানান।

পোপ আরও জানান, ভোল্টেজ কম থাকার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। ‘ঈশ্বরকে ধন্যবাদ যে ফায়ারফাইটার্সরা এসে পৌঁছেছিল। আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com