লোকালয় ডেস্কঃ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাঘাটা উপজেলার গটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে ডেপুটি স্পিকার সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধাসহ সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জনগণের ভোটেই আবারও এ আসনে নৌকার জয় হবে।’.
গাইবান্ধা-৫ আসনে ব্রক্ষপুত্র-যমুনা নদীর চরাঞ্চলসহ মোট ভোট কেন্দ্র রয়েছে ১২২টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৭৭৫ জন। এ আসনে নৌকা ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষসহ পাঁচজন প্রার্থী।
Leave a Reply