সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে পৌরকর্মকর্তাদের কর্মসূচী

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে পৌরকর্মকর্তাদের কর্মসূচী

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে পৌরকর্মকর্তাদের কর্মসূচী
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে পৌরকর্মকর্তাদের কর্মসূচী

লোকালয় ডেস্কঃ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে হবিগঞ্জ পৌরসভায় অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভাসহ সারাদেশের পৌরসভায় এ কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচী চলাকালীন হবিগঞ্জ পৌরসভায় কর্মবিরতিও পালন করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌরকর্মকর্তা-কর্মচারীদের এ দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন হবিগঞ্জ পৌরপরিষদের সদস্যবৃন্দ। বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফয়েজ আহমেদ বলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সকল নাগরিকের জন্ম হতে মৃত্যু পর্যন্ত নাগরিক সেবা দেয়ার কাজে নিয়েজিত থাকেন। কিন্তু বাংলাদেশের ৩২৮ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার হতে না হওয়ার কারনে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকুরী শেষে তাদের পেনশন না থাকার কারনে তাদেরকে পরিবার পরিজন নিয়ে অসহায় দিনাতিপাত করতে হয়। তাই সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আমারা রাষ্ট্রীয় কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবী আদায়ের শান্তিপূর্ন আন্দোলনে আজ ঐক্যবদ্ধ। দাবী আদায় না হওয়া পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘরে ফিরে যাবে না। তিনি আগামী ১৪ জুলাইয়ে ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস পৌরকর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে এ আন্দোলনের সফলতা কামনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশ হবিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ হবিগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আলীম মোল্লা স্বাক্ষরিত এক পত্রে দাবী আদায়ের স্বপক্ষে ৩ দিনের কর্মসূচীর কথা বলা হয়েছে। ১ জুলাই সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভায় শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী। ২ জুলাই মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান করে এক দফা দাবী আদায়ের পক্ষে শান্তিপূর্ন কর্মসূচী পালন। ওই দিন সকাল ৬ টা হতে পরদিন সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ থাকবে। ১৪ জুলাই ঢাকা প্রেসক্লাবের সামনে/কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশসহ অবস্থান কর্মসূচী পালন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com