তরিকুল ইসলাম (৪০) নামে এই চাষি জেলার শার্শা উপজেলার কন্দপুর গ্রামে পটল আবাদ করেছিলেন।
তরিকুল বলেন, নিজের জমিজমা না থাকায় নেকলুর রহমান নামে এক ব্যক্তির দুই বিঘা জমি লিজ নিয়ে পটল চাষ করেন। দুই চালান পটল তুলে বিক্রি করেছেন। সারা বছর কয়েক লাখ টাকার পটল বিক্রি হত।
“ক্ষেতে এ পর্যন্ত লাখ টাকার বেশি খরচ হয়েছে। এর বেশির ভাগই ধারদেনা করা। ক্ষেতে যখন পুরোদমে পটল আসতে শুরু করেছে তখন আমার সর্বনাশ করল।”
তরিকুল এখন কিভাবেই বা সংসার চালাবেন আর কিভাবেই বা দেনা শোধ করবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন।তার চাচা ইনছার আলী বলেন, “সে এখন অর্ধোন্মাদ হয়ে বারবার আত্মহত্যার চেষ্টা করছে। বহুত কষ্ট করে বেচারা পটল আবাদ করেছিল। নিজে খেটেছে। ধারদেনা করেছে। এখন বেঘোরে পড়েছে।”
খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান ও নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই লুৎফর বলেন, শুক্রবার ভোরের দিকে আনুমানিক দেড়বিঘা জমির সব পটলগাছ কেটে ফেলায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
Leave a Reply