লোকালয় ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২ অক্টোবর, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের( ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ওবায়দুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৯৩টি ইয়াবা ট্যাবলেট, ২১০ গ্রাম হেরোইন, ১১০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও সাত ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply