আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার নাগরিক জেমস হ্যারিসন (৮১) ‘ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম’ বলে পরিচিত। ৬০ বছর বয়সেও প্রায় প্রতি সপ্তাহে রক্ত দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার রেড ক্রস ব্লাড সার্ভিসের তথ্যানুযায়ী, তার দেওয়া রক্তে বেঁচেছে ২৪ লাখের বেশি শিশুর জীবন।
১১ মে, শুক্রবার বয়সের কারণে অস্ট্রেলিয়ান এ নাগরিক শেষ বারের মতো রক্ত দান করে অবসরে গেছেন।
রেড ক্রস ব্লাড সার্ভিস জানিয়েছে, হ্যারিসনের রক্তে এক বিশেষ ধরনের অ্যান্টিবডি রয়েছে যা দিয়ে রেসিস রোগ প্রতিরোধের এক ধরনের ইনজেকশন তৈরি হয়। এই রোগে সাধারণত গর্ভাবস্থায়ই আক্রান্ত হয় শিশুরা। আর এই রোগের ভয়াবহতা এতটাই দৃঢ় যে, এতে আক্রান্ত হলে শিশুর ব্রেন ড্যামেজ কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে।
বাচ্চার মায়ের রক্ত যদি রেসাস-নেগেটিভ হয় এবং বাচ্চা যদি বাবার থেকে রেসাস পজিটিভ রক্ত পায় তবে এমনটা ঘটে। এতে আক্রান্ত হলে মায়েদের গর্ভের ভ্রূণই মারা যেতে পারে।
১৪ বছর বয়সে যখন হ্যারিসনের প্রথম চেস্ট সার্জারি হয় তখন তাকে রক্ত নিতে হয়। অন্যের রক্তে নিজের জীবন বাঁচার পর থেকেই রক্ত দিতে শুরু করেন তিনি। এর কয়েক বছর পর চিকিৎসকরা আবিষ্কার করেন, তার রক্তে এক বিশেষ ধরনের অ্যান্ডিবডি রয়েছে যা দিয়ে অ্যান্টি-ডি ইনজেকশন তৈরি করা সম্ভব। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন যতটা সম্ভব রক্ত দিয়ে জীবন বাঁচানোর।
Leave a Reply