সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ম্যাচ হেরে সমর্থক-সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ম্যারাডোনার

ম্যাচ হেরে সমর্থক-সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ম্যারাডোনার

লোকালয় ডেস্কঃ ডিয়েগো ম্যারাডোনা মানেই যেন বিতর্ক। মাদক সেবন, একাধিক গার্লফ্রেন্ড, সন্তানকে অস্বীকার, আর্জেন্টিনাবিদ্বেষী বক্তব্য, কখনো আবার ফিফার প্রধানকে গালাগালি—সবসময়ই বিতর্ক যেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফুটবলারের নিত্য সঙ্গী। এসবের পাশাপাশি বিভিন্ন সময় নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন এই ফুটবল-ঈশ্বর।

এবার আরও একবার খবরের শিরোনামে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলার। তবে এবার সাংবাদিকদের সঙ্গে মারপিটে জড়িয়ে যাওয়ার কারণে আলোচনায় ম্যারাডোনা।

মেক্সিকোয় ফুটবল দল দোরাদোসের হয়ে কোচিং করাচ্ছিলেন। ৩ ডিসেম্বর, সোমবার তার দল ২-৪ গোলের ব্যবধানে হারে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে। এই হারে লিগা এমএক্স-এ উঠতে পারেনি ম্যারাডোনার দল দোরাদোস। ক্ষোভে-হতাশায় ম্যারাডোনা প্রথমে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ান।

এরপর সাংবাদিকরা প্রশ্ন করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাংবাদিকদের সঙ্গে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ম্যারাডোনা এক সাংবাদিককে ঘুসি মারছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গত সেপ্টেম্বরে মেক্সিকান ক্লাব দোরাদোসের দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। সে সময় এই ক্লাবটি লিগ তালিকায় একদম নিচের দিকেই ছিল। কিন্তু ম্যারাডোনার কোচিংয়ে এই দলই খেলে প্লে অফ ফাইনালে।

ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় দোরাদোস। কিন্তু ওই ম্যাচে প্রতিপক্ষ দলের কোচ আলফেন্সো সোসাকে বারবার হুমকি দেওয়ায় দ্বিতীয় লেগে ম্যারাডোনাকে বসতে হয়েছিল গ্যালারিতে। সোমবারের ম্যাচে দল ফের এগিয়ে যেতে গ্যালারিতেই উৎসব শুরু করে দেন ম্যারাডোনা।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ম্যাচ জিতে লিগা এমএক্স-এ খেলার ছাড়পত্র পেয়ে যায় অ্যাটলেটিকো সান লুইস। ম্যাচ শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে করিডর দিয়ে আসছিলেন ম্যারাডোনা। ওই করিডরে সান লুইসের সমর্থকরা বিদ্রূপ করতে থাকেন ম্যারাডোনাকে। কেউ একজন ম্যারাডোনার ওজন নিয়েও রসিকতা করেন। যা মেনে নিতে পারেননি ম্যারাডোনা। সঙ্গে সঙ্গে ওই সমর্থকের ওপর ঝাঁপিয়ে পড়েন ম্যারাডোনা।

ওই করিডরে সান লুইসের সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন কয়েকজন সাংবাদিকও। ম্যারাডোনার আচরণ নিয়ে প্রশ্ন করে বসলে এক সাংবাদিককে ঘুষি মারতে তেড়ে যান ম্যারাডোনা।

এ সময় ম্যারাডোনা বলতে থাকেন, ‘আমার সামনে এসে কথা বলো!’ শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা ম্যারাডোনাকে লিফটে তুলে দেওয়ায় ঝামেলা আর বাড়েনি। তবে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যার জেরে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com