আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জারেড কুশনারকে হোয়াইট হাউস থেকে বিদায় দিতে চিফ অব স্টাফ জন কেলির সহায়তা চেয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমস সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রতি খুব একটা সন্তুষ্ট না বলে জানা গেছে। গত সপ্তাহ থেকে সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার আগে যে ধরনের গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন পেতেন তা আর পাচ্ছেন না। এছাড়া চারটি দেশের কর্মকর্তারা কুশনারকে ব্যবহার করে সুবিধা আদায়ের ব্যাপারে আলোচনা করেছেন।
এই তথ্য জানার পর ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন। তবে ট্রাম্প ইভাঙ্কা এবং কুশনারকে তাদের পদে থাকতে বলেছেন বলেও একটি সূত্র জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply