আন্তর্জাতিক ডেস্কঃ দরজায় কড়া নাড়তে শুরু করেছে রাশিয়া বিশ্বকাপ। জুনে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসরের। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এখন দিন গণনায় ব্যস্ত। কিন্তু এমন সময় আবারও হুমকি দিয়ে একটি পোস্টার প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এবারও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ছবি ব্যবহার করে বিশ্বকাপে ত্রাস ছড়ানোর চেষ্টা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক এ সংগঠনটি। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স বিষয়টি সামনে এনেছে।
নতুন পোস্টারে দেখা যাচ্ছে, মস্কোর বিখ্যাত লুজনিকি স্টেডিয়ামে ঘাসের ওপর হাঁটুগেড়ে বসে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পেছন থেকে তার দুই হাত বাঁধা। মেসির পাশে মুখ বেঁধে দাঁড়িয়ে আছেন এক জঙ্গি। সে মেসির চুল ধরে রেখেছেন। ছবিটির বামপাশে দেখা যাচ্ছে রাশিয়া বিশ্বকাপের লোগো ও ডান পাশে একটি বোমা। পোস্টারে ইংরেজি ও আরবিতে একটি বাক্য লেখা আছে। যার অর্থ, ‘তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের সব আঙুলের মাথায় আঘাত করো।’
রাশিয়া বিশ্বকাপ নিয়ে গতবছরও কয়েকবার হুমকি দিয়েছে আইএস। সেবারও মেসির ছবি ব্যবহার করা হয়েছিল। ওই ছবিতে হাজতে আটক থাকা অবস্থায় দেখা গিয়েছিলো মেসিকে। আর তার চোখ বেয়ে পড়ছিল রক্ত এবং পাশে লেখা ছিল ‘জাস্ট টেররিজম’। মেসি ছাড়া সেবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও উরুগুয়ের লুইস সুয়ারেজের ছবিও ব্যবহার করা হয়েছিল।
Leave a Reply