খেলাধুলা ডেস্কঃ নতুন ঠিকানায় দুজনের অভিষেকটা অনেকটাই বিপরীত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজুর রহমান ও সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন সাকিব আল হাসান। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন সাকিব-মুস্তাফিজের দল।
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথম ম্যাচে খুব একটা কার্যকর ছিলেন না বাঁহাতি পেসার মুস্তাফিজ। ৩৯ রান খরচায় নিয়েছেন এক উইকেট। তবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ শুরু করেছেন সাকিব। চার ওভারে মাত্র ২৩ রানে দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে সাকিব অনেকটাই নিশ্চিত থাকলেও পারফরম্যান্সের ভিত্তিতে মুস্তাফিজকে নিয়ে কিছুটা সংশয় থেকে যায়। যদি দুজনই একাদশে সুযোগ পান তবে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০মিনিটে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।
আশার কথা হলো, প্যাট কামিন্স চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় এই ম্যাচের সেরা একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা বেড়েছে অনেকটাই। আগের ম্যাচে খুব একটা ভালো না করতে পারলেও শেষ ওভারে নিজের দক্ষতার কিছুটা হলেও প্রমাণ রেখেছেন মুস্তাফিজ। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাও ভরসা রেখেছেন এই কাটার মাস্টাররে ওপর।
প্রথম ম্যাচে হেরেছে মুস্তাফিজের দল। অপরদিকে বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী সাকিবের শিবির। সাকিবের দ্বিতীয় জয় নাকি মুস্তাফিজদের প্রথম জয় সেটাই দেখার অপেক্ষায় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।
Leave a Reply