লোকালয় ডেস্কঃ মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট সাড়ে আট হাজারের বেশি কয়েদির সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন।
মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট সাড়ে আট হাজারের বেশি কয়েদির সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন। এর মাঝে রয়েছে অন্তত তিন ডজন রাজবন্দী।
১৭ এপ্রিল, মঙ্গলবার এই সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়া হয়।
গণমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মিয়ানমারে চলমান বর্ষবরণ উৎসবের সময় এই ঘোষণা দেওয়া হলো। ৮,৪৯০ জন মিয়ানমার নাগরিক এবং ৫১ জন বিদেশি নাগরিকের জন্য এই ক্ষমা ঘোষণা করা হয়। প্রেসিডেন্টের মুখপাত্র জাও থাই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মুক্তি পাওয়া কয়েদিদের মাঝে রয়েছেন বৃদ্ধ, অসুস্থ এবং মাদকাসক্ত মানুষ। তবে তাদের কারো নাম জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুক্তি পাওয়া কয়েদিদের মাঝে ৩৬ জন ছিলেন রাজবন্দী।
মিয়ানমারে দেশজুড়ে কয়েদিদের মুক্তি দেওয়ার কথা। ইয়াঙ্গুন শহরের উত্তর দিকে অবস্থিত ইনসেইন কারাগারের সামনে মঙ্গলবার কয়েদিদের আত্মীয়স্বজনরা ভিড় করেন। এই কারাগার থেকে আটজন রাজবন্দীসহ মোট ৩০০ জনের বেশি কয়েদি মুক্তি পাওয়ার কথা।
এই সাধারণ ক্ষমার আওতায় শুধু সেই কয়েদিরা মুক্তি পাবে, যাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কোনো অপরাধ প্রমাণিত হয়েছে। সেই হিসেবে কারাগারে বন্দী রয়টার্সের দুই সাংবাদিক, ওয়া লোন এবং কিয়াও সো উ ছাড়া পাবেন না।
মিয়ানমারের উপ-তথ্যমন্ত্রী অং হ্লা তুনের ফেসবুক পেজে জানানো হয়েছে, নববর্ষ উদযাপন এবং দেশের মানুষের মানসিক শান্তি, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট।
Leave a Reply