ক্রাইম ডেস্কঃ চট্টগ্রামে মো. সোহাগ নামে (৮) এক শিশুকে নির্যাতনের পর ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
৮ মার্চ, বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন নির্যাতনকারী রিকশাচালক মো.ইমনকে (২০) আটক করেছে পুলিশ।
সোহাগের বাবাও রিকশাচালক। মা একটি কোরিয়ান তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি ভোলার চরফ্যাশনে। ইমনের বাড়িও একই এলাকায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া সোহাগের বাবার বরাত দিয়ে শুক্রবার সকালে জানান, শিশু সোহাগকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা করলে সোহাগ চিৎকার করে। এ সময় সোহাগকে চিৎকারে বাধা দিয়ে না পেরে পাশে থাকা একটি ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
ওসি জানান, সোহাগের মা-বাবা পুলিশের কাছে বিষয়টি জানালে তাৎক্ষণিক পুলিশের তিন-চারটি দল মাঠে নামানো হয়। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে ইমনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply