খেলাধুলা ডেস্কঃ প্রথম ওভারের পঞ্চম বলেই মেহরাব হোসেন জুনিয়রকে সাজঘরে ফেরালেন মাশরাফি।এরপর একে একে মেহেদী মারুফ, সাজ্জাদুল হক ও শরীফুল ইসলামের উইকেটও তুলে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রাইম ব্যাংকের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগে এমন বোলিং ম্যাজিকই দেখিয়েছেন ম্যাশ।
আর ৯.২ ওভার বোলিং করে রান দিয়েছেন ৪১। এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাত ম্যাচে তার নামের পাশে ১৯টি উইকেট। এর মধ্যে দুই ম্যাচে উইকেট পাননি।
শেষ ওভারে ৪ বল বাকি থাকতে প্রাইম ব্যাংক ইনিংসের সমাপ্তি টানেন মাশরাফি। দু’টি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজীব ও ভারতের মানপ্রীত গনি। অধিনায়ক নাসির হোসেন নেন একটি।
টানা ছয় ম্যাচ জিতে উড়তে থাকা মাশরাফি-নাসিরের আবাহনীর সামনে ২৪৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৮৪ রান আসে আল আমিনের ব্যাট খেকে। উদীয়মান জাকির হাসান ৬২ রানে বিদায় নেন। ভারতের ইউসুফ পাঠান ২৮ রান করে আউট হন।
এদিকে জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬১ রান তুলতেই ৩ উইকেট খুইয়েছে আবহানী।
Leave a Reply